ক্রিকেট
এখন মাঠে
0

পন্টিং-কোহলি-সাকিবদের সঙ্গে বুমরাহ

তিন ফরম্যাটেই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন, বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে মাত্র ৪ জনের।

ক্রিকেট তো অনেকেই খেলেন। কিন্তু এর মধ্য থেকে কয়জনকে মনে রাখা যায়। তারাই তো মনে দাগ কেটে যায়, যারা নিজেদেরকে সবার থেকে আলাদা করে ভিন্ন ভিন্ন কৃর্তিতে। যাদের সাফল্য এনে দেয় একক স্বীকৃতি।

কোন ক্রিকেটার কেমন ফর্মে আছে তা বুঝা যায় র‌্যাঙ্কিং দেখলেই। ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজের অর্জনে শীর্ষস্থান দখল করেছে বিশ্ব ক্রিকেটে এমন নাম একেবারেই হাতেগোনা। অস্ট্রেলিয়ার তিনবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সাথে আছে বিরাট কোহলির নাম। আছে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানও। সেই তালিকায় নতুন নাম জাসপ্রিত বুমরাহ।

সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহ আইসিসির টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা দখল করেছেন। এর আগে ২০১৭ সালে টি-টোয়েন্টি আর ২০২২ সালে ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করেন তিনি।

তবে তিন ফরম্যাটেই এক নম্বর হওয়ার কৃতিত্ব সবার আগে অর্জন করেন রিকি পন্টিং। ২০০৫-০৬ সালে ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা মুহূর্তে একই সময়ে তিন ফরম্যাটেই রাজত্ব নেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল সাবেক অধিনায়ক। রিকির পর এমন কৃতিত্ব অর্জন করেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে আর ২০১৮ সালে টেস্ট আর ওয়ানডেতে রাজত্ব করেন সাবেক ভারতীয় অধিনায়ক।

এই তিনজনের দুই জন ব্যাটসম্যান হয়ে আর একজন বোলার হয়ে করেছেন রাজত্ব। কিন্তু ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব আল হাসান আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার কৃতিত্ব দেখান। ২০০৯ সালে ওয়ানডে, ২০১১ সালে টেস্ট আর ২০১৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর জায়গা দখল করেন সাকিব।

১৯৯৮ সাল থেকে আইসিসি টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের মান যাচাই করে আসছে। পরে টি-২০ ফরম্যাট চালু হলে সেটিও র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়।