ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টের দুইদিন শেষে চালকের আসনে ভারত

সিরিজের দ্বিতীয় টেস্টের দুই দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিকরা। দিনশেষে ভারতীয়রা এগিয়ে আছে ১৭১ রানে। এর আগে প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

বিশাখাপত্নমে আগের দিনের ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। জয়স্বালের ডাবল সেঞ্চুরির পরও খুব বেশিদূর যাওয়া হয়নি তাদের। একাই ২০৯ রান করেন ওপেনার জয়স্বাল।

৩টি করে উইকেট নেন অভিষিক্ত শোয়েব বশির, রেহান আহমেদ ও জিমি অ্যান্ডারসন। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেননি ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি করেন ৭৬ রান। আর কারও ব্যাটে আসেনি ফিফটি।

অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে আসে ৪৭ রান। ৪৫ রানে ৬ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন জাসপ্রিত বুমরাহ। ১৪৩ রানের লিড নিয়ে দিনের বাকি অংশে ব্যাট করতে নেমে কোন উইকেট হারায়নি ভারতীয়রা।

জয়স্বাল আর রোহিত শর্মা অপরাজিত আছেন যথাক্রমে ১৫ ও ১৩ রান করে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর