ক্রিকেট
এখন মাঠে

মাত্র সাড়ে ৬শ' টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি। আইসিসির নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই টিকিট। যা কেনা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বনিম্ন ৬ ডলার ও সর্বোচ্চ ২৫ ডলারে পাওয়া যাচ্ছে বিশ্বকাপের টিকিট।

প্রথমবারের মতো আটলান্টিক পাড়ে ক্রিকেটভক্তরা অপেক্ষায় আছেন টি-টোয়েন্টির উম্মাদনায় মেতে উঠতে। জুনে শুরু হওয়া ক্রিকেটের শর্ট ফরম্যাটের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি।

গ্রুপ পর্ব, সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে দুই লাখ ষাট হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন এ বিশ্বকাপে। সর্বনিম্ন ৬ ডলার, বাংলাদেশি টাকায় সাড়ে ৬শ' টাকার উপরে আর সর্বোচ্চ ২৫ ডলার প্রায় তিন হাজার টাকার বিনিময়ে টিকিট কেনা যাবে।

আগে আসলে আগে পাবেন এসব টুর্নামেন্টে এমন নিয়ম থাকলেও এবার থাকছে না। পাবলিক ব্যালটের মাধ্যমে এবারের টিকিট বিক্রি করছে আইসিসি। প্রতিটি ম্যাচের জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ৬টি টিকিট সংগ্রহ করতে পারবে। যে কোন ম্যাচের জন্যই টিকিট কেনায় কোন প্রকার বাধ্যবাধকতা রাখেনি আইসিসি।

দর্শক প্রথম পর্যায়ে নিজের চাহিদা অনুযায়ী টিকিটের আবেদন করতে পারবেন। এরপর আইসিসির নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দাম পরিশোধ করে নিশ্চিত করতে হবে। যার সময়সীমা ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

এ সময়ের মধ্যে যদি কেউ টিকিট এর দাম পরিশোধ করতে না পারে তবে সেই টিকিটগুলো চলে যাবে জেনারেল সেলে। যা ২২ ফেব্রুয়ারি থেকে সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। যেখানে আগে আসলে আগে পাবেন পদ্ধতিতে টিকিট বিক্রি করা হবে।

টিকিট কিনতে হলে দর্শকদের জন্য নির্ধারিত ওয়েবসাইট প্রকাশ করেছে আইসিসি। টিকিটস ডট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডট কম (tickets.t20worldcup.com) এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের টিকিট।

৫৫ ম্যাচের এবারের বিশ্বকাপের আয়োজন বসবে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজের ৯টি শহরে। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম আসর মাতাবে ২০টি দেশ।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর