ক্রিকেট
এখন মাঠে
0

বিএসজেএ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে এখন টেলিভিশন

বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টে নিউজ টোয়েন্টিফোরকে উড়িয়ে দিয়েছে এখন টেলিভিশন। প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছে ৫০ রানের বড় ব্যবধানে।

পল্টন আউটার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে এখন টেলিভিশন। প্রথম ওভারেই দল পায় ২০ রান। এখন টেলিভিশনের ব্যাটারদের নৈপুন্যে নিয়ন্ত্রণ হারান নিউজ টোয়েন্টিফোরের বোলাররা। নির্ধারিত ৬ ওভারে দল পায় ১০৯ রানের বড় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে হেদায়েত উল্লাহ হানিফ।

জবাব দিতে নেমে এখন টেলিভিশনের বোলারদের তোপে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় নিউজ টোয়েন্টিফোর।

বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হন রাকিব আহমেদ।

এসএস