ক্রিকেট
এখন মাঠে
0

বিকেএসপিতে অনুশীলন করবে খুলনা টাইগার্স

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুক্রবার (১২ জানুয়ারি) থেকে অনুশীলন করবে বিপিএলের দল খুলনা টাইগার্স। মাঠ সংকটে নিজেদের মতো অনুশীলন করতে মিরপুরের পরিবর্তে বিকেএসপি বেছে নিয়েছে খুলনা।

দেশের জমজমাট আর মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বড় আসর হিসেবে যেভাবে প্রস্তুতি নেয়া প্রয়োজন তার সিকিভাগও হয়তো পূরণ হয় না দলগুলোর।

ফ্রাঞ্চাইজিগুলোর গা-ছাড়া ভাবে প্রতিবারই আসর শুরুর আগে একাডেমি মাঠে ঠাসা সূচিতে তাড়াহুড়ো করে প্রস্তুতি সারতে হয় দলগুলোকে। এতে দলগুলোর সঙ্গে ক্রিকেটারদের মান কী দিন দিন অবনতির দিকে যাচ্ছে?

বিপিএলের দীর্ঘ ১২ বছরের ইতিহাসে ফ্রাঞ্চাইজিগুলো শিরোপা জিততে খরচ করেছে কোটি কোটি টাকা। ঢাকঢোল পিটিয়ে দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি তারকা ক্রিকেটারদের এনে বাড়িয়েছে নিজেদের সক্ষমতা ও জনপ্রিয়তা। তবে বিপিএলের এত বছরেও খেলোয়াড়দের মাঠ সুবিধা দিতে পারেনি রংপুর রাইডার্স ছাড়া অন্য কোনো ফ্রাঞ্চাইজি।

এতে একাডেমি মাঠেই দেখা মেলে বাকি দলগুলোর ভিড়। দলগুলোর দেশীয় ক্রিকেটাররা এতোদিন ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও ধীরে ধীরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করছে দলগুলো। এরইমধ্যে রংপুর রাইডার্স শুরু করেছে অনুশীলন।

শুক্রবার থেকে প্রস্তুতির জন্য মাঠে নামবে খুলনা টাইগার্সের আফিফ-বিজয়রা। এতদিনেও দলগুলোর নিজস্ব মাঠ না থাকায় হতাশা প্রকাশ করেন দলের কোচ তালহা জুবায়ের।

এবারের আসরে সাত ফ্রাঞ্চাইজির মধ্যে ছয় দলের ডাগআউটে থাকবেন দেশীয়রা। এর মধ্যে একেবারই নবীন কোচ তালহা জুবায়ের। তবে প্রথমবারের মতো গুরুতর দায়িত্বে থাকা তালহা ভালো কিছুর প্রত্যাশা করছেন।

এদিকে রংপুর রাইডার্সের দলীয় অনুশীলন ছেড়ে মিরপুর নিজের মতো অনুশীলন করেছেন সদ্য এমপি হওয়া সাকিব আল হাসান। নিজের ফিটনেস ঠিক রাখতে বেশ কিছুক্ষণ জিমনেশিয়ামে কাজ করার পর ইনডোরে বোলিং অনুশীলন করেছেন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
আবারো ব্যর্থ টাইগার ব্যাটাররা

পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে জিম্বাবুয়ে

রাতে শুরু হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ

দুই মাস পর মাঠে সাকিব, হার দিয়ে টি-১০ লিগের আসর শুরু

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মাতাবেন রাহাত ফাতেহ আলী

কমানো হয়েছে ১১তম আসরের টিকিট মূল্য

আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামছেন সাকিব

কাল বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি

দেশীয় ক্রিকেটারদের প্রস্তুত করতেই জাতীয় লিগে টি-টোয়েন্টির আসর: নান্নু

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

বিদায়ী সংবর্ধনায় কায়েসের কণ্ঠে ক্যারিয়ারের আক্ষেপ আর অপূর্ণতার সুর

ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন বৈভব সূর্যবংশী!
ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন বৈভব সূর্যবংশী!