ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

৭ জুন প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকেই ব্রিটিশ এক গণমাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ প্রকাশ করা হয়েছিলো। তারপর থেকেই গুঞ্জন উঠেছিলো, শিগগিরই প্রকাশ হবে বিশ্বকাপের সূচি। হলোও তাই। শুক্রবার রাতেই বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

যুক্তরাষ্ট্র আর উইন্ডিজে চলতি বছরের পহেলা জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমদিনে মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। সীমিত ওভারের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি শেষ হবে ২৯ জুন।

এবারের আসরে ডি গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদার‌ল্যান্ডস ও নেপালকে। আগামী ৭ জুন প্রথম ম্যাচ লাল-সবুজ প্রতিনিধিরা খেলবে লঙ্কানদের বিপক্ষে। তারপরের ম্যাচে হাথুরু শিষ্যরা লড়াই করবে প্রোটিয়াদের বিপক্ষে। সেই ম্যাচটি হবে ১০ জুন। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে যথাক্রমে নেদারল্যান্ডস আর নেপালের সাথে।

প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। অর্থাৎ পরবর্তী পর্বে যাওয়া বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না। কারণ টি-২০ ফরম্যাটে দ.আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদার‌ল্যান্ডস শক্তিশালী দল। বলা যেতে পারে, গ্রুপ পর্ব পার হতে চ্যালেঞ্জ নিতে হবে টাইগারদের।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর