ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে জয় নারীদের

মুর্শিদার অপরাজিত ৯১ রানের ইনিংস

ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় তো এখনো সতেজ।

বাংলাদেশের এই মেয়েদের জয়ের ধারা অব্যাহত থাকলো দক্ষিণ আফ্রিকার মাঠেও। প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে ফরম্যাটের এই জয়টাও ১১৯ রানের বিশাল ব্যবধানের।

বাংলাদেশের মেয়েদের দেয়া ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারুফা, নাহিদাদের বোলিং তোপে পরে দক্ষিণ আফ্রিকা। দলীয় মাত্র ৯ রানেই ২ উইকেট হারায় তারা।

এরপর এনেকে ও সানের ৪১ রানে জুটি কিছু প্রতিরোধ গড়লেও ১৬ রানে নাহিদার বলে সাজঘরে ফেরেন এনেকে। ৩১ রানে সানেকেও ফেরান এই নাহিদাই। এরপর কেউ ঠিকঠাক দাঁড়াতে পারেননি।

তবে মারির ৩৫ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও তা পর্যাপ্ত ছিলো না। ফলে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক মিলে ১৪ ওভারে করেন ৬৬ রান।

শামিমা ৩৪ রানে আউট হলে ৩৫ করে ফেরেন ফারজান হক। তবে, মুর্শিদা খাতুনের অপরাজিত ৯১ রান ও স্বর্নার ঝড়ো অপরাজিত ২৭ বাংলাদেশকে ২৫০ রানের বড় পুঁজি দেয়।

এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফররত বাংলাদেশ।