এমন খবরে তোলপাড় ক্রীড়াঙ্গন। ৯০০ কোটির বিসিবির বেতন দিতে বিলম্ব কেন? তবে আশার কথা পরিশোধ হয়েছে নারীদের ৫ মাসের বকেয়া বেতন।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান চৌধুরি নাদেল বলেন, ‘আমি যখনই এই বিষয়টি জেনেছি, তখনই বোর্ড সভাপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারপরে এটা বাস্তবায়ন হয়েছে এবং খেলোয়াড়দের অ্যাকাউন্টে বেতন ঢুকেছে।’
খেলোয়াড়দের চাওয়া তাদের জন্য আলাদা একটি মাঠ। তবে আশার কথা হচ্ছে, সিলেট এক ও দুইয়ের পরে পেতে যাচ্ছে আরও একটি স্টেডিয়াম।
এ বিষয়ে চৌধুরী নাদেল বলেন, ‘জেলা ও বিভাগীয় প্রশাসন যে সহযোগিতা করতে যাচ্ছেন তাতে আমরা সিক্সটি ইয়ার্ডের আরেকটি মাঠ পাবো। এবং সেখানে আমরা খেলা শুরু করতে পারবো।’





