থামছেই না তামিম ইকবাল ইস্যু!

0

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে বিপিএল শেষে। তবে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তিনি।

নিজ বাসায় তামিমের সঙ্গে আলোচনা করে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের আগে এবং শেষে তামিম ইকবাল ইস্যু থামছেই না। আজ সোমবার (২৭ নভেম্বর) হঠাৎ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেন তামিম ইকবাল। ঘন্টাখানেকের আলোচনার পর বেরিয়ে যান।

কিন্তু, বোর্ড সভাপতির সঙ্গে কি আলোচনা হলো? নাজমুল হাসান পাপন জানান, তামিমের অভিযোগ অনুযোগ সব কিছু শুনেছেন। সমস্যাগুলোর গভীরে যেতে চান বোর্ড সভাপতি। কিন্তু, সামনে জাতীয় নির্বাচনে তার ব্যস্ততা। এরপর আছে বিপিএল আসর। তাই তামিম ইকবাল ইস্যুর সমাধানে সময় চাইলেন বোর্ড প্রধান।

এদিকে দুপুরে বিসিব সভাপতির সঙ্গে বৈঠকের পর গণম্যাধমে তামিম কথা না বললেও, বিকেলে নিজ বাসায় আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন। সিলেট টেস্টের আগের দিন আবারও তামিম ইকবাল ইস্যু আলোচনায়। সেক্ষেত্রে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। ব্যাপারটি উপলব্ধি করেছেন তামিম, খেলার আগে বরাবর তার ব্যাপারগুলো আলোচনায় আসার জন্য দুঃখ প্রকাশ করেছেন এ ওপেনার।

এর আগে জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলা অবস্থায় আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও, এখনও মাঠে নামা হয়নি তামিম ইকবালের।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন জানিয়ে তামিম বলেন, ‘আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরব।’