তামিমের বিষয়ে সিদ্ধান্ত বিপিএলের পর : পাপন

Shahinur Sarkar
.
ক্রিকেট
এখন মাঠে
0

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যত কি? এ নিয়ে নতুন করে আবারও শুরু হয়েছে ধোঁয়াশা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল।

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে ঘণ্টাখানেক বৈঠক করেছেন তিনি। কিন্তু, কি আলোচনা হয়েছে সে ব্যাপারে গণমাধ্যমে কোন কথা বলেননি তামিম ইকবাল।

এ ব্যাপারে নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম অনেক কিছু জানিয়েছে, তবে ব্যাপারগুলোর ভেতরে ঢুকতে চাই। আর তামিম ইকবালের ফেরার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে বিপিএল আসরের পর। এদিকে, পরবর্তীতে বোর্ড সভাপতি হিসেবে বিসিবিতে না থাকার আভাস দিয়েছেন নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমের সঙ্গে দুপুরে কথা না বললেও, বিকেল ৫টায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল।

আরও পড়ুন: মনোনয়নের একদিন পরই বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের

এসএসএস