ভোটের লড়াইয়ে নামছেন ৩০ জন ক্রীড়াবিদ ও সংগঠক

১৩তম সংসদ নির্বাচন ২০২৬
১৩তম সংসদ নির্বাচন ২০২৬ | ছবি : সংগৃহীত
0

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election 2026)। এই নির্বাচনে শুধু রাজনীতিকরাই নন, বরং খেলার মাঠ কাঁপানো একঝাঁক তারকা অ্যাথলেট ও ক্রীড়া সংগঠক (Athletes and Sports Organizers) নামছেন ভোটের লড়াইয়ে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) থেকে রেকর্ড সংখ্যক ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনয়ন দেয়া হয়েছে।

বিএনপির মনোনয়নে ক্রীড়াবিদদের জয়জয়কার (BNP Nominated Sports Stars)

এবারের নির্বাচনে বিএনপি (BNP) থেকে মোট ২৮ জন ক্রীড়া ব্যক্তিত্ব মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

ফুটবল তারকা: সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩) এবং সাবেক জাতীয় দলের গোলকিপার আমিনুল হক (Aminul Haq) ঢাকা-১৬ আসন থেকে লড়বেন।

সংগঠক ও ক্লাব কর্মকর্তা: মোহামেডানের সাবেক সদস্য সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১) এবং সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস (ঢাকা-৮)।

ক্রিকেট ও অন্যান্য: বিসিবি (BCB) ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি (খুলনা-৫), বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের (Dhaka Capitals) অন্যতম স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজাদ এবং রাশেদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুন:

জোট ও স্বতন্ত্র প্রার্থী (Alliance and Independent Candidates)

বিএনপির বাইরেও আরও ২ জন পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করছেন:

এলডিপি সভাপতি: বাফুফের (BFF) সাবেক সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসন থেকে ১০ দলীয় জোটের হয়ে লড়বেন।

স্বতন্ত্র প্রার্থী: সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসন থেকে স্বতন্ত্র (Independent Candidate) হিসেবে লড়ছেন।

উত্তরাধিকার সূত্রে মনোনয়ন (Legacy Candidates)

সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠকদের উত্তরসূরিরাও এবার ধানের শীষ প্রতীকে লড়ছেন। এর মধ্যে রয়েছেন প্রয়াত হারুনুর রশিদ মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩) এবং প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন (নাটোর-১)।

আরও পড়ুন:

একনজরে নির্বাচনি মাঠে ক্রীড়াঙ্গনের তারকারা (২০২৬)

ক্রমিকপ্রার্থীর নাম (Candidate Name)নির্বাচনি আসন (Constituency)ক্রীড়া পরিচয় (Sports Background)রাজনৈতিক দল (Party)
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদভোলা-৩সাবেক ফুটবলারবিএনপি
আমিনুল হকঢাকা-১৬সাবেক জাতীয় গোলকিপারবিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরঠাকুরগাঁও-১মোহামেডানের সাবেক সদস্য সচিববিএনপি
মির্জা আব্বাসঢাকা-৮সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীবিএনপি
মনিরুল হক চৌধুরীকুমিল্লা-৬মোহামেডানের সাবেক সদস্য সচিববিএনপি
আলী আসগর লবিখুলনা-৫বিসিবি ও আবাহনীর সাবেক পরিচালকবিএনপি
শরিফুল আলমকিশোরগঞ্জ-৬মোহামেডানের সাবেক সহসভাপতিবিএনপি
জয়নাল আবেদীন ফারুকনোয়াখালী-২মোহামেডানের সাবেক পরিচালকবিএনপি
বরকত উল্লাহ বুলুনোয়াখালী-৩ক্রীড়া সংগঠকবিএনপি
১০খায়রুল কবির খোকননরসিংদী-১ভিক্টোরিয়া ক্লাবের সভাপতিবিএনপি
প্রার্থী নামনির্বাচনি আসনপারিবারিক ক্রীড়া পরিচয়প্রতীক
আফরোজা খান রিতামানিকগঞ্জ-৩হারুনুর রশিদ মুন্নুর মেয়ে (ওয়ারী ক্লাব)ধানের শীষ
মনিরুল ইসলাম খানমানিকগঞ্জ-২শামসুল ইসলাম খানের ছেলে (আবাহনী)ধানের শীষ
ফাহিম চৌধুরীশেরপুর-২জাহেদ আলী চৌধুরীর ছেলে (মোহামেডান)ধানের শীষ
ফারজানা শারমিননাটোর-১ফজলুর রহমান পটলের মেয়ে (সাবেক প্রতিমন্ত্রী)ধানের শীষ

আরও পড়ুন:

এসআর