দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ সংস্কার কমিশনের নয়টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসাবে চিহ্নিত করে ইসির কাছে সুপারিশগুলোর ওপর মতামত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশও যেতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব। তবে সুপারিশের বিষয়ে মতামত এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন।