ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়

ম্যাচে ৫ উইকেট পাওয়া জ্যাকব ডাফি
ম্যাচে ৫ উইকেট পাওয়া জ্যাকব ডাফি | ছবি: সংগৃহীত
0

ক্রাইস্টচার্চে সিরিজের ১ম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৬৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে ৬৭ রানে শেষ ৮ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিন শেষেই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে পড়ার কারণ ব্যাটিং ব্যর্থতা।

দিনের তৃতীয় বলেই জ্যাক ফোকস বিদায় নিলে ২৩১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০ রানে ২ উইকেট হারায় উইন্ডিজরা। ফোকসের বলে ১ রানে ইয়ং এর হাতে ক্যাচ দেন ক্যামবেল। এরপর ৪ রান করা আথানেজকে বোল্ড করেন ম্যাট হেনরি। ১০ রানে ২ উইকেট হারানোর পর শাই হোপকে নিয়ে জুটি বাঁধেন চন্দরপল। ১৯৯ বলে ৯০ রান যোগ করেন তারা। ১০৭ বলে ৫৬ রানে ডাফির শিকার হন হোপ।

আরও পড়ুন:

হেনরির জোড়া আঘাতে ১০৬ রানে ক্যারিবিয়ানদের অর্ধেক ব্যাটার সাজঘরে ফেরে। ডানহাতি পেসার ডাফির আগুন ঝরানো বোলিংয়ে ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৬৯ বলে ৩ চারে ৫২ রান করেন চন্দরপল। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেন ডাফি এছাড়া ৩ উইকেট নেন হেনরি। ওয়েস্ট ইন্ডিজকে ১৬৭ রানে অলআউট করে ৬৪ রানের লিডে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। বিনা উইকেটে ৩২ রান করে দিন শেষ করে স্বাগতিকরা।

ইএ