যদিও ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মাত্র এক মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা। পাবলো ইবানেজ গোল করে এগিয়ে দেন আলাভেসকে। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সেলোনা। লেওয়ানডস্কির অ্যাসিস্ট থেকে ম্যাচের ৮ম মিনিটেই সমতা আনেন লামিনে ইয়ামাল।
আরও পড়ুন:
২৬ মিনিটেই লিড পেয়ে যায় বার্সা। এবার রাফিনিয়ার পাস থেকে গোল করেন দানি ওলমো। প্রথমার্ধে আর কোনো গোল না হলে, ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও লিড আর বাড়াতে পারেনি বার্সেলোনা। অবশ্য ইনজুরি টাইমে দানি ওলমো নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করলে আক্ষেপ শেষ হয় তাদের।





