অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি: বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দলের একাংশ
বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

ভারতের চেন্নাইয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশ সময় আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকেল ৪টায় শক্তিশালী অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে যুবারা।

গত বছর অনূর্ধ্ব-২১ দল ওমানে যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত করায় বয়সভিত্তিক এ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এ আসর দিয়েই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ হকির।

আরও পড়ুন:

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে যুবারা। অস্ট্রেলিয়া হকির অন্যতম কঠিন এক দল। তাই তাদের বিপক্ষে বাংলাদেশ দলের প্রত্যাশা মূলত প্রতিদ্বন্দ্বিতা করা। দেশের হকির ইতিহাসে বিশ্বকাপে অংশগ্রহণ নিঃসন্দেহে অন্যতম অর্জন।

এফএস