উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়রা হলেন উইনার- খান ফারহান আহমেদ, রানার আপ- ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিনুর ফরহাদ, নারী উইনার- মিসেস হাইজং উম।
আরও পড়ুন:
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, টুর্নামেন্টের স্পন্সর ‘দি গলফ হাউজ’ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ এম এম নজরুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাব এবং ‘দি গলফ হাউজ’ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা , টুর্নামেন্টের কো-স্পন্সররা এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।—আইএসপিআর





