রাজস্থান রয়্যালসের কোচ হলেন কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা | ছবি: সংগৃহীত
0

দ্বিতীয় মেয়াদে রাজস্থান রয়্যালসের কোচ নির্বাচিত হয়েছেন কুমার সাঙ্গাকারা। এক বিবৃতিতে তাকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজস্থানের হেড কোচ হিসেবে কাজ করেছেন সাঙ্গাকারা। গত আসরে তাকে কোচের পদ থেকে সরিয়ে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে আসন্ন মৌসুমে একইসঙ্গে ডিম ডিরেক্টর ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন:

সাঙ্গাকারার কোচিংয়ে ২০২২ আইপিএলের ফাইনাল ও ২০২৪ আইপিএলের প্লে অফে খেলেছিল রাজস্থান রয়্যালস। লংঙ্কান কিংবদন্তির সহকারী কোচ হিসেবে কাজ করবেন ভিক্রম রাঠোর। বোলিং কোচ হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের শেন বন্ড। আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই কোচিং প্যানেল চূড়ান্ত করল রাজস্থান রয়্যালস

এফএস