ইসলামিক সলিডারিটি গেমসে মার্জিয়ার তিন পদক জয়

সলিডারিটি গেমসের ভারোত্তোলনে জয়ী তিনজন
সলিডারিটি গেমসের ভারোত্তোলনে জয়ী তিনজন | ছবি: সংগৃহীত
0

রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসের প্রথম দিনেই বাংলাদেশকে পদক এনে দিলেন মার্জিয়া আক্তার ইকরা। ভারোত্তোলনের ৫৩ কেজি শ্রেণিতে একই রাতে তিনটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন ইকরা। সলিডারিটি গেমসের ভারোত্তোলনে যা বাংলাদেশের জন্য প্রথম।

নেই শ্যুটিং। নেই আর্চারি। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের আট পদকের সাতটিই এসেছিল এ দুই ইভেন্ট থেকে। কিন্তু ৬ষ্ঠ আসরে নেই দুটোই। স্বাভাবিকভাবেই পদকের আশা কম রেখেই রিয়াদে যাত্রা করেছিল বাংলাদেশ। কিন্তু গেমসে নিজেদের প্রথম দিনেই চমক উপহার দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ইকরা। ভারোত্তোলনে একই রাতে এনে দিয়েছেন তিন ব্রোঞ্জ পদক।

নারীদের ৫৩ কেজি শ্রেণিতে অংশ নিয়েছিল আট দেশ। তাতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ওজন তুলে তৃতীয় স্থান নিশ্চিত করেন মার্জিয়া।

নিয়ম অনুযায়ী, স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক মোট তিন বিভাগেই পদক জয়ের সুযোগ থাকে একজন খেলোয়াড়ের। রিয়াদে তাই ইকরার সুবাদে বাংলাদেশের নামের পাশে এখন তিন ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন:

বাংলাদেশ সেনাবাহিনীর ভারোত্তোলক মার্জিয়া ইকরা ৫৩ কেজির স্ন্যাচে তুলেছেন ৭২ কেজি ওজন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ছিল ৯১ কেজি ওজন। সবশেষে স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে তুলেছেন ১৬৩ কেজি ওজন। আর সেটাই ইসলামিক সলিডারিটি গেমসের ইতিহাসে বাংলাদেশকে প্রথমবার ভারোত্তোলনের ইভেন্টে পদক এনে দেয়।

এই ইভেন্টে তুরস্কের কানসেল ওজকান ১৮৮ কেজি তুলে স্বর্ণপদক জেতেন। ১৭৪ কেজি ওজন তুলে রৌপ্য জেতেন ইন্দোনেশিয়ার বাসসিলা। পদক জয়ের পথে আজারবাইজানের সেইজেককে পেছনে ফেলেছেন মার্জিয়া ইকরা।

ইসলামিক সলিডারিটি গেমসের এই নিয়ে মোট ১১ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে ২০১৩ আসরে দুইটি এবং ২০১৭ ও ২০২১ আসরে তিনটি করে পদক জয় করেছিল বাংলাদেশ।

এফএস