মাঠে ফিরেই নতুন চোটে দানি কারভাহাল

ম্যাচে হাঁটুতে চোট পান কারভাহাল
ম্যাচে হাঁটুতে চোট পান কারভাহাল | ছবি: সংগৃহীত
0

মাঠে ফিরেই নতুন চোটে রিয়াল মাদ্রিদ তারকা দানি কারভাহাল। হাঁটুর চোট থেকে সেরে উঠতে নতুন করে করতে হবে অস্ত্রপচার।

অক্টোবরের শেষ দিকে মাদ্রিদ ডার্বি দিয়ে মাঠে ফেরেন স্প্যানিশ স্টার ডিফেন্ডার দানি কারভাহাল। দীর্ঘদিন ধরে মাসল ইনজুরিতে ভুগেছেন তিনি। এল ক্লাসিকোর আগে ভিয়ারিয়াল ও হেতাফের বিপক্ষেও দুই ম্যাচ মিস করেন তিনি। যদিও এল ক্লাসিকোতে ১৮ মিনিট বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।

আরও পড়ুন:

দীর্ঘ এক মাস পর ফেদে ভালভার্দের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যদিও ম্যাচের শেষ পর্যন্ত চোট নিয়েই খেলেন তিনি। ম্যাচ শেষে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয় ডান হাঁটুতে নতুন করে চোটে পড়েছেন রিয়াল অধিনায়ক। শীঘ্রই আর্থ্রোস্কোপি সার্জনের ছুরি-কাচির নীচে যেতে হবে ৩৩ বছর বয়সী এ ডিফেন্ডারকে।

এফএস