সোসিয়েদাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা

ইয়ামাল ও লেভানডোভস্কির উদযাপন
ইয়ামাল ও লেভানডোভস্কির উদযাপন | ছবি: সংগৃহীত
0

রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলো বার্সেলোনা। ঘরের মাঠে গতকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাতে লা লিগার এ ম্যাচে জিতে লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে বার্সা। রিয়ালের চেয়ে এখন ১ পয়েন্ট এগিয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রথম আধা ঘণ্টায় ৮৫ শতাংশের বেশি সময় বল ছিল বার্সেলোনার দখলে! এই সময়ে আক্রমণেও আধিপত্য ধরে রাখে তারা। তিন শটের তিনটিই লক্ষ্যে থাকলেও গোল পায়নি। খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে আচমকা এক গোলে বার্সেলোনাকে হতভম্ব করে দেয় সফরকারীরা। স্লাইড শটে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা।

আরও পড়ুন:

পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য ধরে রেখে ৪৩ মিনিটে জালের দেখা পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের কর্নারে হেডে সমতা আনেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। মাঠে নামার এক মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেয়ায় ভূমিকা রাখেন ইয়ামাল। ৫৯ মিনিটে ডি-বক্সে ঢুকে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন লেভানডওস্কি।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

ইএ