ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই দর্শকদের আনন্দে ভাসান অ্যালেক্সিস সিলেমেকার। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান। ম্যাচের ৩১ মিনিটে ফোফানার এসিস্টে ব্যবধান ২-০ করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রোসোনেরিরা। ৫৭ মিনিটে ডিবক্সের ভেতর নাপোলি খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন পারভিস এসটুপিনান।
আরও পড়ুন:
৬০ মিনিটে পেনাল্টি থেকে ১ গোল শোধ করে ব্যবধান কমান কেভিন ডি ব্রুইনে। ১০ জনের দল নিয়েও ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। ৫ ম্যাচেও ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মিলান। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে নাপোলি।





