লা লিগায় রাতে মাঠে নামছে অ্যাতলেটিকো-ভায়োকানো

অ্যাতলেটিকো মাদ্রিদ ও রায়ো ভায়োকানো
অ্যাতলেটিকো মাদ্রিদ ও রায়ো ভায়োকানো | ছবি : সংগৃহীত
0

লা লিগায় রাতে মাঠে নামছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত দেড়টায়।

চলতি মৌসুমে এখনও গুছিয়ে ওঠতে পারেনি দিয়েগো সিমিওনের দল। ৫ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা, হেরেছে একটিতে। সব মিলিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান ১২ নম্বরে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রায়ো ভায়োকানোর অবস্থান টেবিলের ১৪ নম্বরে।

আরও পড়ুন:

এ অবস্থায় মাঠে নামার আগে সিমিওনে বাহিনীর জন্য অনুপ্রেরণা হবে অতীত পরিসংখ্যান। ভায়োকানোর বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে অপরাজিত তারা। আর ঘরের মাঠে সবশেষ ৯ ম্যাচে ভায়োকানোর বিপক্ষে হারেনি মাদ্রিদের ক্লাবটি।

হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেসরা ছন্দ ধরে রাখতে পারলে সহজেই পূর্ণ তিন পয়েন্ট পাবে অ্যাতলেটিকো।

ইএ