প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার বাড়াতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে শুরুর দিকে গোল না পাওয়া রিয়ালের হতাশা দূর করেন ভিনিসিয়াস জুনিয়র। মাত্র দশ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল উৎসবে মাতে রিয়ালের ফুটবলার থেকে সমর্থকরা।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে লেভান্তে। তবে ৬৪ এবং ৬৬ মিনিটে এমবাপ্পের জোড়া গোলে ম্যাচ হারার আতঙ্ক কাটে রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে এমবাপ্পের গোল দাঁড়ালো সাত । লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্টে টেবিলে শীর্ষ স্থান মজবুত করলো লস ব্ল্যাঙ্কোসরা। পাঁচ ম্যাচ খেলে চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।





