সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন আফঈদা খন্দকার
সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন আফঈদা খন্দকার | ছবি: এখন টিভি
0

অনূর্ধ্ব-২০ ও জাতীয় নারী ফুটবল দলের এশিয়া কাপ কোয়ালিফাই করার সাফল্য, ২১শে পদক এবং ইয়ুথ ভলান্টিয়ার পদক ২০২৫ অর্জন করায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ।

গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন। তিনি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আরও পড়ুন:

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে মহত্ত্বা গান্ধী আন্তর্জাতিক শান্তি পদক ২০২৪, ওয়েলফেয়ার এক্সিলেন্স জাতীয় পদক ২০২৫ এবং এক্সিলেন্স অ্যাচিভমেন্ট জাতীয় পদক ২০২৫ প্রাপ্ত সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকেও সংবর্ধনা দেয়া হয়।

এসএইচ