কাল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

সাদা পোশাকে এই দুই দল আগেও অনেকবার একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে। ২০০১ সালে প্রথমবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

কলম্বোর সেই ম্যাচে ইনিংস ও ১৩৭ রানের বিশাল জয় পায় লংকানরা। এরপর পেরিয়ে গেছে দুই যুগ। ২৪ বছরে শ্রীলংকার বিপক্ষে এই ফরম্যাটে আরও ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

দুই দলের এই লড়াইয়ে যোজন যোজন এগিয়ে আছে দ্বীপ দেশটি। দুই দলের ২৬ দেখায় শ্রীলঙ্কা জয় পেয়েছে ২০ ম্যাচে।

বাংলাদেশের জয় মাত্র একটিতে। ড্র হয়েছে বাকি ৫ ম্যাচ। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফর্ম্যান্সেও তেমন একটা ভালো যাচ্ছে না।

এদিকে দলের একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জ্বরে আক্রান্ত। তাই শেষ পর্যন্ত মিরাজ না খেলতে পারলে বিকল্প ভাবতে হবে ফিল সিমন্সকে।

সেজু