সাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
তিনি বলেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’
পোস্টে শেষ অংশে সাকিব লিখেছেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!
এর আগে এক ভিডিও বার্তায় সবার কাছে তামিম ইকবাল ও তার পরিবারের জন্য দোয়া চান সাকিব।
ওই ভিডিও বার্তায় সাকিব আল হাসান দোয়া চেয়ে বলেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও। এই কঠিন সময় যেন দ্রুত পার হয়ে যেতে পারে।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রায় একই সময়ে আসেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথম দিকে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। সময়ের পরিক্রমায় তাদের বন্ধুত্বেও বেশ কিছুটা চিড় ধরে। প্রকাশ্যে না হলেও শেষ কয়েক বছরের ঘটনাপ্রবাহে সম্পর্কের সেই তিক্ততা প্রকট হয়ে ওঠে বলে অনেকে মনে করেন। তবে এক সময়ের বন্ধুর জন্য বিপদের দিনে প্রার্থনায় ভুল করেননি অলরাউন্ডার সাকিব।