'একুশে পদক নারী ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে'

এখন মাঠে
0

বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে ইতিবাচক থাকার আহ্বান জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও বাফুফে বসের আশা একুশে পদক প্রাপ্তি নারী ক্রীড়াবিদদের ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে।

মাসজুড়েই দেশের ফুটবলে মেঘের ঘনঘটা। প্রথম সারির ১৮ ফুটবলারের কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ। ফুটবল ছেড়ে সাবিনা-সাগরিকারা ব্যস্ত মাঠের বাইরের বিভিন্ন আয়োজনে।

বিদ্রোহের ছাইচাপা আগুন যখন বাফুফেতে জ্বলছেই তখন ফেডারেশনে উপস্থিত বাফুফে বস। অনুমিতভাবেই এসেছে সাবিনা-মাসুমাদের বিদ্রোহ প্রসঙ্গ। তবে সাবেক এই ফুটবলার প্রশ্নগুলোকে যেন ডি বক্সের বাইরে ডিফেন্স করলেন।

তাবিথ আউয়াল বলেন, 'আমি আবারও বলছি আপনারা আমাকে প্রশ্ন করেছেন একুশে পদক নিয়ে। আমরা একটা পজিটিভ আলোচনায় আছি। এবং আমি অনুরোধ করছি আমরা আপাতত সেটাতেই সীমিত থাকি।'

গেলো ২০ ফেব্রুয়ারি ক্রীড়াঙ্গনের প্রথম দল হিসেবে একুশে পদক পেয়েছে সাফজয়ী নারীরা। তাবিথ আউয়ালের প্রত্যাশা এই পদক দেশের ক্রীড়াঙ্গনে নারীদের আরও উদ্বুদ্ধ করবে।

তাবিথ আউয়াল বলেন, 'আমি আশা করি এই পদক পরের জেনারেশনকে আরও উদ্বুদ্ধ করবে। বিশেষ করে যারা নারীরা আছেন, তারা দেশের জন্য, যেকোনো প্রকারে হোক, আরও একটু উৎসাহ পাবে।'

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়বে নতুন বাংলাদেশ নারী ফুটবল দল। সিরিজে দুই ম্যাচ খেলবে মেয়েরা। ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচের পর ২ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে আফিদা-শাহেদারা। তার আগে ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল।

এসএস