এখন মাঠে
0

ভারতের বিপক্ষে মুমিনুলের প্রথম সেঞ্চুরি

ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে সেঞ্চুরি করলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক। তার সেঞ্চুরিতে ৭৪ ওভার দুই বলে ২৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দুই দিন পর আজ চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ-ভারত।

প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে দিন শেষে তিন উইকেটে ১০৭ রান করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ছয় রান নিয়ে খেলতে নামেন। দিনের ষষ্ঠ ওভারে মুশফিককে ১১ রানে বোল্ড করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

মুশফিক ফেরার পর দ্রুত সাজঘরে ফিরেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসান। লিটন ১৩ রান করে পেসার মোহাম্মদ সিরাজের বলে এবং সাকিব ৯ রানে স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের শিকার হন।

১৭০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৬৫তম ম্যাচে ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। ভারতের বিপক্ষে প্রথম ও বিদেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

এর আগে প্রথমদিনেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের আগে খেলা শেষ করতে হয়েছিল। অনুমিতভাবেই ড্রয়ের দিকে আগানো এই টেস্টে হারজিত না থাকলে লাভটা বাংলাদেশেরই হবে। কারণ ড্র হলে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার পয়েন্ট পাবে টাইগাররা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর