এখন মাঠে
0

টেস্টে আবারও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

পাকিস্তানকে ধবলধোলাই করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠেছিলো বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে আবার তারা নেমে গেছে দুই ধাপ।

আইসিসির সর্বশেষ হালনাগাদে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ছয় নম্বরে।

চেন্নাই টেস্টের আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও সমৃদ্ধ করল তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৭১.৬৭। ৬২.৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া।

গেল নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর