লিওনেল মেসি ও ডি মারিয়াবিহীন ম্যাচে শুরু থেকে দাপুটে পারফরম্যান্স আলবিসেলেস্তাদের। ঘরের মাঠ আর চেনা দর্শকদের গোল উৎসবে মাতাতে উঠে পড়ে লাগে স্বাগতিক আর্জেন্টিনা।
তবে বিরতির আগে গোল উৎসব করতে পারেনি দিবালা-আলভারেজরা। এদিকে কোণঠাসা চিলিও পারেনি আর্জেন্টিনার রক্ষণভাগে আক্রমণ করতে। দ্বিতীয়ার্ধে গুছানো ফুটবল খেলে ম্যাচের ডেডলক ভাঙ্গে স্কালোনির শিষ্যরা। গোলটি করেন অ্যালেক্সিস।
ম্যাচের বাকি সময় আরও দু গোল করেন হুলিয়ান আলভারেজ ও পাওলা দিবালা। তাতে আগে থেকেই টেবিলের শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের জায়গা আরও মজবুত হলো। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উরুগুয়ের থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান আর্জেন্টিনার।