এখন মাঠে
0

আজ মাঠে নামছে নারী ক্রিকেট ও ফুটবল দল

মাঠে নামছে আজ (বুধবার, ২৪ জুলাই) নারী ক্রিকেট দল ও নারী ফুটবল দল। ভুটানের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল ও নারীদের এশিয়া কাপে মালয়েশিয়ার মুখোমুখি হবে টিম ট্রাইগ্রেস।

সাফের প্রস্তুতি হিসেবে ভুটান সফর করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভুটান নারী ফুটবল দলকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না বলে মনে করছেন সাবেক ফুটবলার রেহানা পারভীন।

তিনি বলছেন, সাবিনারা জিতলেও ব্যবধানটা হবে ছোট। দু'দলের প্রথম ম্যাচটি শুরু হবে আজ (বুধবার, ২৪ জুলাই) সন্ধ্যা ৬টায়।

অন্যদিকে নারী ক্রিকেট এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বেলা আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া।

শক্তির বিবেচনায় এগিয়ে থাকায় ভুটানের বিপক্ষে তেমন ম্যাচ খেলা হয় না বাংলাদেশের নারী ফুটবল দলের। যেখানে সাফের প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলবে জেমস বাটলারের শিষ্যরা।

র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় নারীদের সাফ প্রস্তুতিতে ভুটানকে আদর্শ মানতে নারাজ সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। তবে নিয়মিত খেলার মধ্যে থাকায় সেটাকে ইতিবাচক মনে করছেন তিনি।

বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, যেকোনো বিভাগেই বলে কয়ে ভুটানকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের নারী ফুটবলারদের।

কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে ভুটানের নারী ফুটবল। এর মূল কারণ, দেশটিতে নারীদের গড়া হচ্ছে একাধিক ফুটবল একাডেমি। যার কারণে , তৃণমূল থেকে খেলোয়াড় বের করে আনতে পারছে দেশটির ফুটবল ফেডারেশন। বর্তমান পরিস্থিতিতে ভুটানকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না, বলে মনে করছেন সাবেক ফুটবলার রেহানা পারভীন। যদিও বাংলাদেশের এই দলটার বেশিরভাগ ফুটবলারেরই ভুটানের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে।

অন্যদিকে নারী ক্রিকেট এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য পূরণে করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বেলা আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া।

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আর প্রথম ম্যাচে হেরে সেটিও পরে গেছে যদি-কিন্তুর গ্যাঁড়াকলে। কারণ থাই মেয়েদের হারালেও রানরেটে তাদের থেকে পিছিয়ে আছে জ্যোতি-মুর্শিদারা।

তাই শুধু মালয়েশিয়ার সাথে শেষ ম্যাচ জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচের দিকে সাথে কামনা করতে হবে স্বাগতিকদের জয়।

মুর্শিদাকে নেয়া হয়নি লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, একাদশে ফিরেই মুর্শিদা ছড়ি ঘুড়িয়েছেন থাই বোলারদের ওপর। ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন প্রতিপক্ষের বোলারদের। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে মেয়েরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর