দেশের ফুটবলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় গড়ার প্রচেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যে গেলো বছরের মাঝামাঝিতে অপেশাদার ফুটবল প্রশিক্ষণ/ফুটবল ফর হেলথ স্লোগানে ফুটবল একাডেমি গড়ে বাফুফে।
সেই লক্ষ্যের ব্যাপ্তি ঘটাতে শুরু করা নতুন প্রকল্পের এক বছর শেষের কোঠা পূর্ণের আগে ঢাকা বিভাগের সঙ্গে রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগকে পরিকল্পনার মধ্যে এনেছে বাফুফে। আপাতত এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য ফেডারেশনের। তবে শিশুদের নিয়ে নেই আপাতত বাড়তি কোনো পরিকল্পনা।
ঢাকায় ৮০ জন নিয়ে শুরু করলেও, রাজধানীর বাইরের তিন বিভাগে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। ৮-১০ এবং ১১-১৮ বছরের দুই গ্রুপে ভর্তি হবার সুযোগ থাকবে আগ্রহীদের। সেই সঙ্গে কেউ পেশাদার ফুটবলার হতে চাইলে পর্যায়ক্রমে নিজেদের দক্ষতা দেখিয়ে জাতীয় দলে খেলার হাতছানি থাকছে ভর্তি হওয়া এই শিক্ষার্থীদের।