আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের মাটিতে পা রাখেন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নরা।
লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। সন্ধ্যায় নারীরা দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উষ্ণ সংবর্ধনা জানায় বাফুফে।
আরও পড়ুন:
আগে থেকেই প্রস্তুতকৃত ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত নেয়া হয় দলটিকে। রাতে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গ্র্যান্ড রিসিপশন ও নৈশভোজে অংশ নেবেন ফুটসাল শিরোপাধারীরা।





