চুরি হয়েছে অলিম্পিকসের নিরাপত্তার জন্য নেওয়া পরিকল্পনার নথি। অবাক করার মতো বিষয়টি হলো, কোনো অফিস থেকে নয়, চুরি হয়েছে একটি ট্রেন থেকে। বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর গ্যারে ডু নর্ড স্টেশনে ট্রেন থেকে একটি কম্পিউটার এবং দুটি ইউএসবি মেমরি স্টিকের ব্যাগ চুরি করা হয়। সেখানে ছিল গেমসের জন্য পুলিশের নিরাপত্তা পরিকল্পনার কৌশলপত্রটি।
সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে পুলিশ জানিয়েছে, ব্যাগটি ছিল প্যারিস সিটি হলের এক প্রযুক্তিবিদের কাছে। ব্যাগটিকে বসার সিটের লাগেজ কেরিয়ারে রাখলেও পরবর্তীতে ট্রেন পরিবর্তনের সময় খেয়াল করেন সেটি চুরি হয়ে গিয়েছে।
এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে প্যারিস পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এর সঙ্গে কোনো জঙ্গি সংগঠন জড়িত আছে কিনা। প্যারিস অলিম্পিকসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে মোটামুটি সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল। চব্বিশ ঘণ্টা নিরাপত্তা দিতে আসরে নিয়োজিত থাকবেন ৩৫ হাজার পুলিশ।
তবে গেমসের কয়েক মাস আগে এমন ঘটনা শুধু দুশ্চিন্তাই বাড়াচ্ছে। এত বড় আসরে এত কম সময়ে নতুন কি পরিকল্পনায় প্যারিসে আগত দর্শক, অ্যাথলেটদের নিরাপত্তা দেবে সংগঠকরা সেটাই এখন দেখার বিষয়।