নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বেশ কয়েকটি স্টেডিয়াম পরিদর্শনের কথা বলেছিলেন ক্রীড়ামন্ত্রী। সেই ধারায় দীর্ঘদিন হলে সংস্কারে থাকা দেশের ৫০ বছরের পুরোনো বঙ্গবন্ধু স্টেডিয়াম কাজের অগ্রগতি পরিদর্শনে যান পাপন।
স্টেডিয়ামের এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। মাঠের প্রায় ৭৫ শতাংশ কাজ এগিয়েছে। তবে, প্রেস বক্স নিয়ে আছে বিস্তর অভিযোগ। তিনি বলেন, 'প্রেস বক্স নিয়ে যে সমস্যার কথাগুলো আছে তা আগেই মাথায় আসার কথা ছিল, কিন্তু কেন তা আসলো না? এ জিনিসগুলো মাথায় রাখতে হবে। যা হওয়ার তা হয়ে গেছে। এখন যদি পরিবর্তন করা যায় তাহলে তা করবো।'
২০১৭ সালে ৮০ কোটি টাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারের বাজেটে কয়েক দফা বৃদ্ধি পেয়ে তা ঠেকেছে ১৫৫ কোটিতে। বছরের পর বছর পেরিয়েছে। কিন্তু, গ্যালারিতে চেয়ার বসানো থেকে ছাউনি এখনও অসম্পন্ন। ফুটবল মাঠ ঘেঁষে স্পিংলার বসানো নিয়ে হচ্ছে সমালোচনা। তাই প্রশ্ন উঠেছে নির্ধারিত সময়ে প্রস্তুত হবে তো এ স্টেডিয়াম?
ক্রীড়ামন্ত্রী বলেন, 'ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তার জন্য একটা কমিটি করা হবে। সে কমিটি সময়মতো আমাদের রিপোর্ট দেবে। এর অগ্রগতিতে কোনো জায়গায় পিছিয়ে গেছে কি না তা আমাদের জানাবে। এভাবে আগাতে থাকলে আশা করি যতদ্রুত সম্ভব কাজ শেষ করা যাবে।'
তিন দফা বৃদ্ধি পেয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের বাজেট। এদিন পরিদর্শনের পর ক্রীড়ামন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের সংস্কার কাজের ব্যয় আবারও বৃদ্ধির আভাস দেন।