ক্রিকেট
এখন মাঠে
0

বৈরি আবহাওয়ায় রানিং সেশন করা হয়নি ক্রিকেটারদের

লাল বলে তাসকিন আহমেদের ফেরা নিয়ে রয়েছে গুঞ্জন

পাকিস্তান সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্পের প্রথমদিন হওয়ার কথা ছিলো দুই ধাপে। তবে বৈরি আবহাওয়ায় সকাল ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানিং সেশন করা সম্ভব হয়নি। ১৪ জন খেলোয়াড়ের জিম সেশন হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে।

চলতি মাসেই দুইটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শান্তদের প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার মূল্যায়ন হওয়ার কথা ছিল।

তবে বৈরি আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। যদিও ক্রিকেটাররা শনিবার শক্তি পরীক্ষা দিয়েছেন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন ১৪ জন ক্রিকেটার। তবে রানিং টেস্ট পরে হবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম।

তিনি বলেন, 'আজ আমাদের রানিং টেস্ট ও শক্তি পরীক্ষা ছিল। যা আমরা আবহাওয়ার কারণে করতে পারিনি। রানিং টেস্টটা পরবর্তীতে আবহাওয়ার উপর নির্ভর করবে।'

এদিকে তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে। তবে তার কাঁধের চোট আগের অবস্থাতেই রয়েছে বলে জানালেন ফিজিও।

তিনি আরও বলেন, 'তাসকিনের কাঁধের চোটটা এখনো আগের মতোই আছে। এটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা নিয়ে একজন খেলোয়াড় খেলতে পারে।'

বাংলাদেশ দলের এই ফিটনেস ক্যাম্পের দেখভাল করছেন জাতীয় দলের ট্রেনার ন্যাথান কিলি। এরই মধ্যে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেসহ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প। ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই কন্ডিশনিং ক্যাম্প। ১৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর