এখন মাঠে
0

সাকিবের হাত ধরে বদলে যাবে মাগুরার ক্রীড়াঙ্গন

সংসদ সদস্য নির্বাচিত হবার পর সাকিব আল হাসানকে নিয়ে বেড়েছে মাগুরাবাসীর প্রত্যাশা। বিশেষ করে ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা আশায় বুক বাধছেন।

মাগুরা শহরের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে ক্রিকেট নেটে দীর্ঘক্ষণ নকিং করছিল কিশোর রাফি। বাম হাতি এই শিশু ক্রিকেটারের অনুপ্রেরণা আরেক বাহাতি ক্রিকেট বিস্ময় সাকিব আল হাসান।

মাগুরার এই স্টেডিয়ামের ঘাসে ঘাসে এখনো যার ঘাম জড়িয়ে আছে। তাইতো সাকিবকে টার্গেটে রেখে করে ঘন্টার পর ঘন্টা নিজেদের ঘাম ঝরাচ্ছেন রাফিরা। ছোট-বড় সবার চাওয়া সাকিবের হাত ধরে বদলে যাবে মাগুরার ক্রীড়াঙ্গন ।

কিশোর ক্রিকেটাররা বলেন, 'সাকিব ভাই এই স্টেডিয়ামে একটু আসুক। আমরা তার সাথে খেলা করতে চাই। খেলোয়ারদের সরঞ্জামের অভাবগুলো পূরণ করুক।'

সাকিবের জেলায় মেয়েদের ক্রিকেট জনপ্রিয় হলেও খেলার মাঠে মেয়েদের আলাদা কোন ক্যাম্প না থাকায় ছেলেমেয়েদের একসঙ্গেই ক্রিকেটের প্র্যাকটিস করতে হচ্ছে। তাই নারী ক্রিকেটারদের দাবি একটু অন্যরকমই।

নারী ক্রিকেটাররা বলেন, 'এখানে একটা আবাসিক ক্যাম্প হলে মেয়েরা ভালো খেলতে পারতো। আমরা চাই এখানে বড় বড় কোচ আসুক। আমরা ন্যাশনাল টিমে খেলতে চাই।'

নারী ক্রিকেটারদের চাওয়া মাগুরায় আলাদা ক্যাম্প

সাকিবকে ঘিরে নতুন স্বপ্ন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে। তারা জানালেন তাদের প্রত্যাশার কথা।

তারা বলেন, 'এখানে ইনডোর স্টেডিয়াম আছে কিন্তু খেলোয়ারা কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না। ক্রিকেট, ফুটবল, টেনিসসহ সব খেলাতেই তার অবদান থাকবে বলে মনে করি।'

সাকিবের হাত ধরে মাগুরাকে ক্রীড়াঙ্গনে সারা বাংলাদেশের নেতৃত্বের পর্যায়ে দেখতে চান মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন। বলেন, 'দীর্ঘদিন যাবত এখান থেকে ভালো কোন খেলোয়ার বের করতে পারছি না। এর পিছনে অর্থনৈতিক কারণও আছে। দীর্ঘমেয়াদী ক্যাম্পের ব্যবস্থা করতে পারলে আন্তর্জাতিক মানের খেলোয়ার বের করা সম্ভব।'

সাকিব আল হাসান ব্যতিক্রমী ভূমিকা নিয়ে নিজ জেলাকে আরো বেশি প্রদীপ্ত করবেন এমনটি আশা সকলের।