এমপি সাকিব নাকি ক্যাপ্টেন সাকিব, কোন নামে ডাকবেন তাকে এমন প্রশ্নের উত্তরে গণমাধ্যম কর্মীর ইচ্ছাকেই প্রাধান্য দিলেন সাকিব আল হাসান। তবে নির্বাচনের এতো ব্যস্ততার পরও ভোটের ঠিক পরদিনই অনুশীলনে নেমে যেন নিজের ইচ্ছাশক্তিকেই প্রাধান্য দিলেন নতুন এই জনপ্রতিনিধি।
বিপিএলের একমাত্র দল রংপুর রাইডার্স যাদের রয়েছে নিজস্ব মাঠ। সেখানেই প্রথম দিনের অনশীলনে রাইডার্স দল। মাঠে এসেই নেটে ব্যাট হাতে ঝালিয়ে নিলেন নিজেকে। এরপর অল্প বিরতি নিয়ে ফিটনেসের কাজটাও সারলেন সমানতালে। কিভাবে এতো কিছু সামলান তিনি?
সাকিব আল হাসান বলেন, 'প্রায় আড়াই মাস মাঠের বাইরে। কোন স্কিল-ফিটনেসের কাজ করতে পারিনি। বিপিএল শুরু হচ্ছে তাই প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট করিনি।'
সাকিব আগেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের পর থাকবেন না অধিনায়কত্বের দায়িত্বে। এখনো কি সেই সিদ্ধান্তেই অটুট মিস্টার অলরাউন্ডার। তাছড়া এ বছরের বিপিএলেও দায়িত্ব নেবেন কিনা সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেননি সাকিব।
সাকিব বলেন, 'এগুলো নিয়ে বোর্ডের সাথে এখনো কথা হয়নি তবে কথা হবে। আলোচনার পর সবাই যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উনাদের উপরেই নির্ভর করে উনারা কাকে কিভাবে চাইবে। আমার মতামতের উপর নির্ভর করে না। এই দলটাও অনেক ব্যালেন্স, অন্য দলগুলোও শক্তিশালী।'





