এখন মাঠে
0

ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সেরাদের মধ্যেও সেরা। একদিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি অন্যদিকে দুই উঠতি তারকা ফুটবলারের লড়াই। ফিফা প্রকাশিত বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় লিওর সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড। যেখান থেকে সেরার লড়াইয়ে এগিয়ে থাকা একজনের হাতে উঠবে ফিফা দ্য বেস্ট পুরস্কার।

বিশ্ব ফুটবলে জ্বলজ্বলে এক তারার নাম লিওনেল মেসি। বয়স ৩৬ তাতে কী? মাঠের ফুটবলে নিজের ছন্দ ধরে রেখে ছুটছেন। আর একের পর এক পুরস্কার জিতছে।

এইতো কিছুদিন আগে রেকর্ড অষ্টমবার 'ব্যালন ডি অর' নিজের ঝুলিতে পুরেছেন লিও। ফিফা দ্যা বেস্ট পুরস্কারের সবশেষ জয়ী খেলোয়াড়ের নামও এই আর্জেন্টাইনই।

এক কাতার বিশ্বকাপ জয়ে আছেন ক্যারিয়ারের তুঙ্গে। সঙ্গে ক্লাব ফুটবলে নিজের জাদু কম চালাচ্ছেন না এলএমটেন। ফরাসি ক্লাবে পিএসজিতে দুর্দান্ত খেলে গিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

সেখানেও পায়ের জাদুতে করেছেন মুগ্ধ। লিগস কাপ জিতে ব্যক্তিগত ৪৪তম ট্রফি নিয়ে ইতিহাসের সফলতম ফুটবলার হন বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়।

অন্যদিকে দেশকে বিশ্বকাপ জয়ের উল্লাসে ভাসাতে না পারলেও পিএসজির হয়ে দারুণ খেলেছেন এমবাপ্পে। ফরাসি লিগে একের পর এক গোল করে চলেছেন তিনি। শেষ ২০ ম্যাচে লিগ ওয়ানে ১৭ গোল করেন এই ফরোয়ার্ড। মৌসুম শেষে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি লিগ ওয়ানে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন এমবাপ্পে।

গেলো মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির অন্যতম সদস্য হল্যান্ড। গতি, শক্তি ও ফিনিশিং সক্ষমতায় অনন্য ছিলেন এই ফুটবলার। ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যে ম্যান সিটির এই স্ট্রাইকার করেছেন ২৮টি গোল।

এদিকে বর্ষসেরা নারী ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ঘোষিত বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় নাম আছে স্পেনের আইতানা বোনমাতি, কলম্বিয়ার লিনদা কাইসেদো ও স্পেনের আরেক তারকা জেনিফার এরমোসো।