ব্রিকলেনের বাংলা টাউনে ঈদ উপলক্ষ্যে বিশেষ আলোকসজ্জা

প্রবাস
0

ঈদের আমেজ ছুঁয়েছে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন বাংলা টাউনকে। প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাতে এলাকাটি সেজেছে বিশেষ আলোকসজ্জায়। প্রবাসে ভিন্নধর্মী সংস্কৃতির মাঝে মুসলিমদের পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে এ আয়োজনে খুশি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বসবাসরত স্থানীয় ব্রিটিশ বাংলাদেশিরা।

প্রথমবারের মতো ঈদ মুবারক লেখা আলোকসজ্জায় আলোকিত হলো লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন বাংলা টাউন এলাকা। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঈদের বিশেষ এই আলোকসজ্জার আয়োজন উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান।

রমজানের শেষের দিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রায় ৪০ শতাংশ মুসলিম ও ৩৫ শতাংশ বাংলাদেশির আবাসস্থল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এমন আয়োজন তুলে ধরেছে ইস্ট লন্ডনের বহুজাতিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে। আয়োজনে খুশি স্থানীয় ব্রিটিশ বাংলাদেশি ও মুসলিমরা।

প্রবাসীদের মধ্যে একজন বলেন, ‘আমিসহ আরো মুসলিম যারা এখানে বসবাস করছেন, বাংলাদেশি যারা আছেন তারা সবাই অনেক আনন্দিত।’

আরেকজন বলেন, ‘এই প্রথমবার আমি ব্রিকলেনে ঈদের লাইট জ্বালানো দোখলাম। আমার খুবই ভালো লেগেছে।’

আয়োজনে যোগ দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র ও কাউন্সিলররা।

মেয়র বলেন, যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের অন্যতম আবাসস্থল টাওয়ার হ্যামলেটসে মুসলিমদের পাশাপাশি সম্মান জানানো হচ্ছে তাদের একতাবদ্ধ হয়ে উদযাপনকেও।

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার ও কাউন্সিলর সুলুক আহমেদ বলেন, ‘প্রথমবার এখানে ঈদ মোবারক লাইট লাগানো হয়েছে। এটা বাঙালিদের জন্য এটা বিশেষ অর্জন।’

লন্ডনের ব্রিকলেনের এই সড়কটিকে কারি শিল্পের রাজধানী বলা হয়ে থাকে; যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির পথচলার শুরু থেকে যে শিল্পকে কেন্দ্র করে। লন্ডনে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ব্রিকলেন। সেখানকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বিশেষ এ আলোকসজ্জা থাকবে ঈদের পরবর্তী সপ্তাহ পর্যন্ত।


এসএইচ