চলতি বছর পুরোটা সময় জুড়ে বিশ্ববাজারে দাম কমার প্রবণতা ছিলো ভোগ্যপণ্যের। ২০২৫ সালে গড়ে ৭ শতাংশ হারে কমেছে সামগ্রিক পণ্যমূল্য। ২০২৬ সালেও একই হারে দাম কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারে দাম কমেছে ক্রুড অয়েলের। এছাড়াও পাম তেল, গম, চিনির দামও কমেছে। ওঠানামায় ছিলো সয়াবিন তেলের দাম।
শুধু চলতি বছরই নয়। বিশ্বব্যাংকের হিসেব বলছে, গেলো কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমেছে পণ্যের দাম। কারণ হিসেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা, ডলারের টালমাটাল বাজার, স্বর্ণের বাজার শক্তিশালী হওয়াকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। যার প্রভাব পড়েছে পণ্যবাজারে।
আরও পড়ুন:
মেসার্স সালমা ট্রেডার্সের প্রতিনিধি জুয়েল মহাজন বলেন, ডলার সংকটের কারণে বিশ্ববাজারে দাম কমেছে। ওই প্রভাবটা বাংলাদেশে অল্প পরিমাণ পড়ছে। আমাদের সরকারের যে রিজার্ভ রয়েছে তা বাড়লে ডলারের দাম কমবে তখন আমদানি অনেক কমে যাবে। ভবিষ্যতে দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কমদামে কিনতে পারবে বলে আমার বিশ্বাস।
অথচ বিশ্ববাজারে নিত্য পণ্যের বাজারে এমন সুবাতাস বইলেও দেশের বাজারে তার উল্টো চিত্র। দেশের মানুষকে পণ্য ও সেবা কিনতে বেশি খরচ করতে হচ্ছে। দেশের বাজারে দাম না কমার অন্যতম কারণ ডলারের দামের বিপরীতে টাকার অবমূল্যায়ন। আমদানিতেও চাপ বেড়েছে।
খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, এটার একটা লিয়াজু প্রভাব আছে। আমি আশা করি ডলারের দাম যখন কমেছে, আমাদের দেশেও যদি কমে যায় তাহলে সবকিছু সাধারণ মানুষের নাগালের মাঝে আসবে।
দেশে রিজার্ভ বাড়ছে, তবে আগামীতে বিশ্ববাজারে ডলারের অবস্থান আরও দুর্বল হলে, রিজার্ভেও তার প্রভাব পড়বে। দেশের বাজারে ডিও ব্যবসাসহ অহেতুক হাত বদলে পণ্যের দাম বাড়ে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বলেন, নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আইপিও ইস্যু করা উচিত সরকার থেকে। সেটি হলে বাজারের অব্যবস্থাপনাকে অবশ্যই আমরা অনেকাংশে সেটিকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। আর উৎপাদনের ক্ষেত্রে কত উৎপাদন হয়েছে সেটি হিসেব করে বাকি যে সটগুলো আছে তা আমরা আমদানির জন্য অনুমতি দিতে পারি। সেক্ষেত্রে বাজারব্যবস্থা অনেকাংশে নীতিমালার মধ্যে আসবে।
ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী থাকায় আর্থিক সংকটে ব্যবসার আকার ছোট করতেও বাধ্য হয়েছেন অনেকে। আসছে না নতুন বিনিয়োগও।





