নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকল
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকল | ছবি: সংগৃহীত
0

২০২৫-২৬ মৌসুমে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই করে চিনি উৎপাদন কার্যক্রম শুরু করলো নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকল। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) বিকেলে মিলটির কেইন কেরিয়ারে আখ ফেলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং নর্থ বেঙ্গল চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক ফরদি হোসেন ভূঁইয়া সহ আখ চাষীরা উপস্থিত ছিলেন।

পরে মিল চত্বরে আখ চাষী সমাবেশে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘চাষীদের আখ চাষে উদ্বুদ্ধ করতে এবারও মনপ্রতি ১০টাকা করে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মিলের সক্ষমতা বাড়াতে আধুনিকায়নের পরিকল্পনা নিচ্ছে সরকার।’

তবে মিলটি লাভজনক করতে অবৈধ ভাবে গুড় উৎপাদন বন্ধের পাশাপাশি উৎপাদিত আখ মিলে সরবরাহ করার জন্য চাষীদের অনুরোধ জানান তিনি। ২০২৪-২৫ মৌসুম নর্থ বেঙ্গল চিনিকল ১ লাখ ৯৬ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ টন চিনি উৎপাদন করে। এবারও ২ লাখ টন আখ মাড়াই করে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।


এএইচ