কঠিন চীবর দান: শুধু ধর্মীয় রীতি নয়— ত্যাগ, শ্রম আর একাত্মতার প্রতীক

কঠিন চীবর দান
কঠিন চীবর দান | ছবি: সংগৃহীত
0

কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় রীতি নয়— এটি ত্যাগ, শ্রম আর একাত্মতার প্রতীক। এটি সমাজে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধনের বার্তা দেয় বলে মন্তব্য করেছেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা।

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ শাক্যমুনি বৌদ্ধ বিহারে ধর্মীয় মর্যাদায় পালিত হয় ৩৭তম কঠিন চীবর দান অনুষ্ঠান।

আরও পড়ুন:

এ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজধানীসহ পার্বত্য অঞ্চল থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও উপাসক-উপাসিকারা।

প্রত্যেক বছর আশ্বিন-কার্তিক মাসে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে আয়োজিত হয় কঠিন চীবর দান অনুষ্ঠান। যেখানে মাত্র একদিনের মধ্যে তুলা থেকে সূতা তৈরি, বেইন বোনা, এবং সেই কাপড় দিয়ে চীবর সেলাই করে দান করা হয় ভিক্ষু সংঘকে।

এসএস