কঠিন চীবর দান: শুধু ধর্মীয় রীতি নয়— ত্যাগ, শ্রম আর একাত্মতার প্রতীক
কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় রীতি নয়— এটি ত্যাগ, শ্রম আর একাত্মতার প্রতীক। এটি সমাজে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধনের বার্তা দেয় বলে মন্তব্য করেছেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা।