বিশ্বের বিভিন্ন দেশে বিজয়া দশমী উপলক্ষে নানা আয়োজন

পূজার আয়োজন
পূজার আয়োজন | ছবি: সংগৃহীত
0

কানাডার পাশাপাশি ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিজয়া দশমী। মর্ত্য থেকে দেবীর কৈলাসে ফেরার দিনে নানা আয়োজনে প্রবাসে বসে দিনটি উদযাপন করছেন বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের সনাতন ধর্মবলম্বীরা।

অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ, আর আরতি দেয়ার মধ্য দিয়ে উদযাপন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আরও পড়ুন:

শঙ্খ, কাঁসার ঘণ্টা, ঢাক-ঢোল আর উলুধ্বনি দিয়ে চলে দশভুজা দেবীর আরাধনা। এর অংশ হিসেবে নাচ, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট-বড় সবাই পূজামণ্ডপে গিয়ে উপভোগ করেন পূজার আয়োজন।

এসএইচ