তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণায় শর্মিলা রহমান

তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে গণসংযোগ ও লিফলেটে বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন:

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, ‘আজকে আমি ভাইয়া তারেক রহমান জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এএম