এসময় তিনি বলেন, ‘শহিদ জিয়াউর রহমানের মতো, এ নাঙ্গলঝাড়াই খাল খননের মাধ্যমে অধিক কৃষি উৎপাদনের ব্যবস্থা করব পাশাপাশি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের নির্মাণের ব্যবস্থা করবো। রাস্তাঘাট মসজিদ মন্দিরসহ অসম্পূর্ণ উন্নয়নকে সম্পন্ন করবো।’
এসময় তিনি আরও বলেন, ‘যদি কেউ অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয়, সে যদি আমার বাপ কিংবা ছেলে হয়ে থাকে তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না এবং এই কলারোয়াতে যদি কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, যুব সমাজকে নষ্ট করার চেষ্টা করে, তাদেরকে সাবধান করছি, আপনারা ভালো হয়ে যান। কলারাকে মাদকমুক্ত করবো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘৭১ কিংবা পরবর্তী সময়ে যারা যারা বাংলাদেশ থেকে ভারতে এবং ভারতে থেকে বাংলাদেশে চলে আসছিল, এ যাওয়া আসার মধ্যে যারা জমি বিনিময় করেছিল, তাদের এ জমি বিনিময় নিয়ে অনেক সমস্যা রয়েছে, আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করবো।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণির ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।’





