১২ তারিখ ভোট দিলেই হবে না, কেন্দ্র পাহারা দিতে হবে: আসিফ মাহমুদ

এনসিপির সংবাদ সম্মেলনে কথা বলছেন আসিফ মাহমুদ
এনসিপির সংবাদ সম্মেলনে কথা বলছেন আসিফ মাহমুদ | ছবি: এখন টিভি
0

১২ তারিখ শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে কীভাবে দেশ পরিচালিত হবে। এ দিন শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে সারা দেশের মানুষ মুখিয়ে আছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ভালুকায় ভূমি দখল হচ্ছে, বন উজাড় করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। কিন্তু শিল্প-কারখানাতে স্থানীয়দের কর্মসংস্থান হচ্ছে না। ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াত আমির আব্দুল করিম, ভালুকা উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।

এফএস