গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি: রেজাউল করিম

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম | ছবি: সংগৃহীত
0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি, উল্টো হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে।

আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শিববাড়ি মোড়ে ৩৬ জুলাই চত্বরে গাজীপুর-২ আসনের প্রার্থী মাওলনা এম এ হানিফ সরকারের নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বিগত দিনে রাজনৈতিক দলগুলো ক্ষমতার চেয়ারে বসে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এর পরিবর্তনের জন্য আমরা হাতপাখা প্রতীকে নির্বাচন করছি।’

এসময় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার জন্য দেশবাসীকে অনুরোধও জানান। পরে হাতপাখা প্রতীকের সমর্থনে শিববাড়ি মোড় থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

এসএইচ