বিএনপি মানুষের পূর্ণ আস্থা আর সমর্থনের জায়গায় আছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

বিএনপি মানুষের পূর্ণ আস্থা আর সমর্থনের জায়গায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রামের ইপিজেড এলাকায় নির্বাচনি গণসংযোগ করার সময় এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ‘১৬ বছরের দুঃশাসন মানুষ দেখেছে। তারা ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে এর অবসান ঘটাতে চায়। বিএনপি তাদের পূর্ণ আস্থা আর সমর্থনের জায়গায় আছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এ নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের মালিকানা ফিরে পেতে চায় মানুষ। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে— সে অপেক্ষায় তারা আছে।’

এ দিন দুপুর দেড়টা থেকে তিনি নগরের ইপিজেড ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় জনসংযোগ করেন, যান ভোটারদের দুয়ারে দুয়ারে। এছাড়া বিভিন্ন পথসভা, প্রীতিভোজসহ নানা কর্মসূচিতেও অংশ নেন তিনি।

এসময় বন্দর পতেঙ্গা আসনে নানা অবকাঠামোগত, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতির পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন ও যানজট কমানো নিয়ে নিজের নির্বাচনি এজেন্ডাগুলো মানুষের সামনে তুলে ধরেন।

এসএইচ